চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারের পরিচয় তিনি রাজনীতিক ও ব্যবসায়ী। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যও।
এবার বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে সিলেট এসেছেন রাকিব। আর তার পাশে থাকতে সঙ্গে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিও।
বুধবার (২২ জুন) রাতে তারা সেখানে রওনা দেন। সঙ্গে আছে ৫ হাজার মানুষের ত্রাণ।
রাকিব ও মাহি বলেন, ‘বানভাসি মানুষদের জন্য আমরা শুকনো খাবার নিয়ে যাচ্ছি। এখনও যেসব এলাকায় ত্রাণ পৌঁছায়নি, সেসব স্থানে নিজ হাতে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করেছি।’
এর আগে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন মাহি। সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন তখন। কীভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায় সে বিষয়েও ভক্তদের কাছে পরামর্শও চান তিনি।
এরপর গতকাল রাতে ফেসবুকে ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘আমরা যাচ্ছি’।
প্রসঙ্গত, এর আগে অভিনেতা ডিপজল ১০ ট্রাক শুকনো খাদ্য সিলেট বিভাগে পাঠানো ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা এসেছে চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের কাছ থেকেও। তিনি বানভাসি মানুষদের ৩০ লাখ টাকার ত্রাণ সহায়তা দিচ্ছেন। এছাড়াও তার দুটি রেসকিউ টিম বন্যাদুর্গত অঞ্চলে কাজ করছে।