সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি বলেছেন, শিশুদের এই মুহূর্তে নিরাপদ খাবার পানি প্রয়োজন। পানিবাহিত মারাত্মক রোগ গুরুতর সমস্যাগুলোর অন্যতম। বন্যাকে ভয় পাবেন না, আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার জনগণের পাশে আছে, আমরা নিয়মিত অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছি। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে পানিবন্দি মানুষের পাশে কাজ করছে। প্রতিটা আশ্রয়কেন্দ্র চিকিৎসা ও খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে, বন্যার পানিতে রাস্তাঘাট ভেঙ্গে গেছে পানি নামার পর কাজ করা হবে।
শনিবার (২২ জুন) সকালে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে আট পাড়া উচ্চ বিদ্যালয়ে ও জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আশ্রয়কেন্দ্রগুলোতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে শিশুদের সুরক্ষা এবং জরুরি পানি ও স্বাস্থ্য উপকরণ সামগ্রী ও পরিবারের মাঝে চাল বিতরণকালে তিনি এসব বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিসেফ সিলেট বিভাগের ফিল অফিসার কাজী লিলা আফরুজ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রউফ সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগনাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শারমিন আরা আশা, উপজেলা জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম প্রমুখ।