সিলেটের বন্দর বাজারে আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) সাড়ে ৩ টায় নগরীর বন্দর বাজারের লালবাজারস্থ বনগাঁও হোটেলের ৪০১ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম জইন উদ্দিন (৩৯), তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের মো: মইজ উদ্দিন খানের ছেলে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, হোটেলে থাকা অবস্থায় কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেলের কর্মচারীরা পুলিশকে জানালে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে বাথরুমের ফ্লোরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) আজবাহার আলী শেখ।
তিনি বলেন, আমরা খবর পেয়ে হোটেল বনগাঁর একটি রুমের বাথরুমে অসচেতন অবস্থায় জইন উদ্দিনের লাশ উদ্ধার করি। ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন।
তিনি আরো বলেন, তার রুমে ভিতরে অনুসন্ধান চালিয়ে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। কি কারণে মৃত্যু হয়েছে তা আমরা খতিয়ে দেখতেছি। মামলা প্রক্রিয়াধীন।