জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে শাল্লা উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ মার্চ) রাত ৮টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে এই সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন সাধারণ দর্শনার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড. দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রানী দাশ, অফিসার ইনচার্জ ওসি মো. আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. মাসুদ জামান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজীব হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম প্রমুখ।
এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে আগত অনেক সুপরিচিত গানের শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।