বকেয়া পরিশোধের আশ্বাসে কাজে ফিরছেন চা শ্রমিকরা

ফাইল ছবি

বকেয়া পরিশোধের আশ্বাসে সিলেটে কাজে ফিরছেন ন্যাশনাল চা কোম্পানি (এনটিসি) এর আওতাধীন সবকটি বাগানের চা শ্রমিকরা। আগামী বৃহস্পতিবার থেকে শ্রমিকরা কাজে যোগ দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ন্যাশনাল টি কোম্পানীর মহাব্যবস্থাপক এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার শ্রীমঙ্গলে আমাদের মিটিংয়ে সমস্যার সমাধান হয়েছে। বুধবার শ্রমিকদের দুই সপ্তাহের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বাকি বেতন পর্যায়ক্রমে দেওয়া হবে। তাই বৃহস্পতিবার থেকে শ্রমিকরা আবারও কাজে ফিরবেন।

চা সংগ্রহের বকেয়া বেতনরে দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, সারা দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ফাঁড়ি বাগানসহ ১৬টি চা-বাগান রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে এনটিসির বাগান রয়েছে ১২টি। এসব বাগানে প্রায় ১৫ হাজার শ্রমিক কাজ করলেও প্রায় তিন মাস যাবত তারা কোনো মজুরি পাননি। এতে করে মানবেতর জীবন পার করেন তারা। বেতন-ভাতা না পেয়ে গত ১১ অক্টোবর থেকে কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা।

শুধুমাত্র সিলেট জেলাতেই রয়েছে তিনটি চা বাগান। এদের মধ্যে, লাক্কাতুরা চা বাগান, দলদলি চা বাগান ও কেওয়াপাড়া চা বাগান। এই তিনটি বাগানইন ন্যাশনাল টি কোম্পানীর আওতাধীন।