সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে বন্যা পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে কুশিয়ারা নদীর পানি।
পানি উঠেছে বাসাবাড়ি, মসজিদ, দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান-সবখানেই পানি। কোথাও হাঁটুপানি, কোথাও কোমর অথবা বুকসমান পানি। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে বিভিন্ন গ্রামীণ সড়ক। বাড়ি ঘর ছেড়ে গরু-ছাগল নিয়ে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে।
সোমবার (২০জুন) বিকাল ৩টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫২ মিটার। সন্ধ্যা ৬টায় রেকর্ড হয় ১০.৫৩ মিটার। যা বিপৎসীমার ১০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ পয়েন্টের গেজ পাঠক মো. গিয়াস উদ্দিন মোল্লা।
এদিকে নদীর পানি বেড়ে হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। চরম দুর্দিন কাটছে তাদের। চলাচল, রান্নাসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে এ পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নে ২৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে ৯টি আশ্রয় কেন্দ্রে ৩২০টির ও বেশি পরিবার আশ্রয় নিয়েছে।