বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও সিলেট জেলা বিএনপির আয়োজনে বন্যার্ত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ৩ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির তত্ত্বাবধানে উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. সাখায়াত হাসান জীবন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহিন আহমদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈনউদ্দিন সোহেল, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান সুফি চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট মুস্তাক আহমদ, আহাদ চৌধুরী শামীম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম রায়হান, এনায়েত হোসেন রুহেল, ফখরুল ইসলাম পাপলু, সাদিকুর রহমান টিপু, খায়রুল হক ছোটন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুর রহমান রুহেল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছোটন, রুহুল আমিন, সাজু আহমদ খান, জহিরুল ইসলাম তানিম, সহ সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান চৌধুরী, তুহিন চৌধুরী, সাইফুল ইসলাম খান, সহ সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ তায়েফুজ্জামান, সহ যুববিষয়ক সম্পাদক শেখ ওয়েছ আহমদ মিটু, সহ ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল গনি তাজিবুর, আইন বিষয়ক সম্পাদক ডা. আযাদ আহমদ, সাবেক ছাত্রনেতা আব্দুল বাছিত, মিন্টু, মছনুন, সহ দুর্যোগ বিষয়ক সম্পাদক কমল হাসান বাবর, সহ তথ্য গবেষণা সম্পাদক আখলাকুল করিম রিমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান রফি, যুগ্ম আহ্বায়ক হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজন, শাহীন আহমদ, রুহেল চৌধুরী, যুবদল নেতা রাহিম চৌধুরী, শাহীন আহমদ, তাস্তিকুল রাফি প্রমুখ।