ফেঞ্চুগঞ্জে বন্যা কবলিত মানুষের মধ্যে অর্থ বিতরণ করলেন প্রকৌশলী রুমান 

ফেঞ্চুগঞ্জে বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ শহিদুর রহমান রুমান।
রোববার (২৬ জুন) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামে ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া পানিবন্দী পরিবারের মধ্যে তিনি নগদ অর্থ বিতরণ করেন। এ সময় শতাধিক পরিবারের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।
জানা যায়, গত দুদিন আগে স্থানীয় একজন সংবাদকর্মী ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে অবস্থানরত পানিবন্দী মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেন। বিষয়টি নজরে আসে শহিদুুর রহমান রুমানের।
তাৎক্ষণিক খোঁজখবর নিয়ে সেই পরিবারগুলোর মধ্যে এবং পিঠাইটিকর গ্রামে বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন রুমান।
মোহাম্মদ শহিদুর রহমান রুমান বলেন, ফেঞ্চুগঞ্জে ভয়াবহ বন্যায় শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছেন। অনেকের বসতঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাড়ি আশ্রয় নিয়েছেন। অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। পিঠাইটিকর গ্রামের সড়ক বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সেই সড়ক দিয়ে গাড়ি চলাচল করছে না। সেজন্য ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অনেকে আসতে পারছেন না।
তিনি আরও বলেন, বন্যায় মানুষ আজ দিশেহারা। শুধু পানিবন্দী মানুষেরা নয়, বন্যার কারণে দিনমজুর মানুষেরা বেকার হয়ে পড়েছেন। পানির কারণে কোনো কাজকর্ম নেই৷ আমরা যার যার নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বন্যা কবলিত মানুষের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।