সিলেট ও সুনামগঞ্জে হানা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দি রয়েছেন লাখ লাখ মানুষ। এদিকে কুশিয়ারার পানি বেড়ে যাওয়ায় ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের বাড়িঘর তলিয়ে যাওয়ায় এখনও মানুষজন রয়েছেন আশ্রয়কেন্দ্রে। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট।
এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা ও সংগঠন বন্যার্তদের দিকে এগিয়ে দিয়েছে সহযোগিতার হাত। ব্যক্তি উদ্যোগেও করা হচ্ছে সহায়তা।
এ ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জে ‘বন্ধু মহল’র উদ্যোগে পাওয়া অনুদানে তহবিল গঠন করে বন্যাকবলিত মানুষের মাঝে দিনভর রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মোট ৬০০ পরিবারের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন, ‘বন্ধু মহল’র আলেক হোসাইন, লিমন, আবুবকর সিদ্দিক, শাহাবুদ্দীন আহমদ, রাহুল দাশ, শফি আহমেদ, মাজহারুল ইসলাম, মফিজুর রহমান, জাবেদ আহমদ, আলী আহমেদ রাজু, মান্না, শাহীন আহমদ প্রমুখ।