ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, একজন নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় আমাদের দায়িত্বশীল হতে হবে। জন্ম-মৃত্যুর নিবন্ধনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। নাগরিকদের সেবার মান বৃদ্ধি করে সরকারের কল্যাণমুখী কাজকে ত্বরান্বিত করে দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ফেঞ্চুগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিবস উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দৈনিক সমকাল প্রতিনিধি মামুনুর রশীদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুবেদ আহমেদ চৌধুরী শিপু, মাইজগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন রুহেল।
উপজেলা তথ্য অফিসার রোবিনা আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি সচিব সঞ্জয় পাল, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল মুকিত। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা প্রোগ্রামার তারেক মাহমুদ খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার শফিক উদ্দীন, সাবেক ভিপি এবিএম কিবরিয়া ময়নুল, সমাজকর্মী সাইফুল ইসলাম মনা প্রমুখ।
সভা শেষে ফেঞ্চুগঞ্জ ২ নং মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছুফিয়ানুল করিম চৌধুরীর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা।