ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়ার প্রতিদ্বন্দ্বী যারা

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’কে বলা হয় ভারতের অস্কার। বলিউডের পাশাপাশি গত কয়েক বছর ধরে কলকাতার সিনেমার জন্য আলাদাভাবে পুরস্কারটি দেওয়া হচ্ছে। এ পুরস্কার তিনবার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

তবে কলকাতার সিনেমার জন্য। এবারও মনোনয়ন পেয়েছেন। আজ শুক্রবার (১০ মার্চ) কলকাতায় বসছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’। এবার জয়া পেয়েছেন সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন। একই বিভাগে মনোনয়ন পেয়েছেন গার্গি রায় চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা।

ধারণা করা হচ্ছে, এবারও পুরস্কার ঘরে তুলবেন জয়া। সেটা কী আগাম জানেন তিনি? গণমাধ্যমকে জয়া বলেন, ‘এটা ঠিক, পুরস্কার পেলে অবশ্যই ভালোই লাগে। আর ফিল্মফেয়ার পুরস্কারটি তো বেশ সম্মানজনক। যারা মনোনয়ন পেয়েছেন, তারা সবাই এ স্বীকৃতির যোগ্য। আর বিচারের ভার তো সম্মানিত সমালোচক জুরি সদস্যদের হাতে। দেখা যাক কী হয়।’

এদিকে কলকাতার গণ্ডি পেরিয়ে বলিউডেও কিছুদিন আগে অভিনয় করেছেন এ অভিনেত্রী। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘করক সিং’ সিনেমায় কাজ করেছেন তিনি। ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।