ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ

ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার দাবীতে ও ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছেন শাল্লা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম।

আজ শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় পুরাতন উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা ইকরাম হোসাইনের সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকুনুদ্দীন বল-মাহমুদী, মাওলানা খলিলুর রহমান, যুব জমিয়তের সভাপতি মাওলানা আশিকুর রহমান, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আবু তাহের, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আবদুল মুত্তালিব, শেখ জামিল, হাফিজ তহুর আহমেদ, মো. রাকিবুল হাসান প্রমূখ।

সংহতি সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরায়েল মুসলমানদের প্রথম কিবলা আল আকসা দখলের পায়তারা চালাচ্ছে। আল আকসা দখলের লক্ষ্যে অন্যায় ও নির্বিচারে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানদের হত্যা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের উপর ইসরায়েলের আঘাতে আমাদের মুসলমানদের বুক ক্ষেপে উঠছে। ফিলিস্তিনের পক্ষে দাড়ানোর এখনই উপযুক্ত সময়। ফিলিস্তিনি জনগণের এ দুঃসময়ে সমগ্র মুসলিম সম্প্রদায়কে তাদের পাশে দাঁড়ানো উচিত।

বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ তৌহিদী জনতাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বাংলাদেশ সরকারের কাছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন উপস্থিত তৌহিদী জনতা।

সিলেট ভয়েস/এএইচএম