ফারুকী উপযুক্ত ব্যক্তি: তমা মির্জা

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে নিয়ে পক্ষে-বিপক্ষে কথা চালাচালি হচ্ছে। তার অতীতের বিভিন্ন ফেসবুক পোস্ট ঘেঁটে তাকে বিভিন্ন ‘ট্যাগ’ দিচ্ছেন নেটিজেনদের অনেকেই।

আবার জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সামাজিক মাধ্যমে তার প্রতিবাদী ভূমিকার কারণে ফারুকীর পক্ষেও দাঁড়াচ্ছেন কেউ কেউ। এই যখন পরিস্থিতি তখন নিজের ‘ভোটটা’ এই নির্মাতাকেই দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকীকে অভিনন্দন জানিয়ে তমা বলেন, ‘আমি রাজনীতি বুঝি না। বিষয়টি থেকে দূরে থাকতেই পছন্দ করি। তার পরেও মনে হয়, বিনোদন দুনিয়ার কোনো ব্যক্তি যদি বিষয়টি বোঝেন, তাহলে তিনি যোগ দিতেই পারেন। সেই জায়গা থেকে ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি।’