ফাইনালে ওঠার লড়াইয়ে আজ কিউইদের মুখোমুখি পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সিডনিতে বুধবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

গ্রুপ এক থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ চারে এসেছে নিউজিল্যান্ড। গ্রুপ দুইয়ের রানার্সআপ পাকিস্তান। সুপার টুয়েলভে দুদলই জিতেছে তিনটি করে ম্যাচ। কিউইরা এক ম্যাচে হারে আর অপরটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে। পাকিস্তান হেরেছে দুই ম্যাচ।

দুই দলের টি-টোয়েন্টির পরিসংখ্যানে এগিয়ে বাবর আজমরা। এ পর্যন্ত নিউজিল্যান্ড এবং পাকিস্তান ম্যাচ খেলেছে ২৮টি। যেখানে কিউইদের ১১ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে ১৭ ম্যাচে। বিশ্বকাপের মঞ্চে ছয় বারের দেখায়ও এগিয়ে পাকিস্তান। বাবর আজমরা চার জয়ের বিপরীতে হেরেছে দুবার। গত বিশ্বকাপের গ্রুপ পর্বেও নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় পাকিস্তান।

সবশেষ পাঁচবারের দেখায় চারটিতে হেরেছে কেন উইলিয়ামসনের দল। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড পেয়েছিল সবশেষ জয়ের স্বাদটি। যদিও ঘরের মাঠে কিউইরা ফাইনালে হেরে হয়েছিল রানার্সআপ।

দুই দলের সম্ভাব্য একাদশ

পাকিস্তান

মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

নিউজিল্যান্ড

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি ও লকি ফার্গুসন।