ফতুল্লায় অটোরিকশার শোরুমে বিস্ফোরণ, আহত ১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) শোরুমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে ভবনের দেয়াল ধসে অন্তত ১৫ জন আহত হয়েছেন৷

শনিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোলাইল এলাকার ‘মুসকান মোটরস’ নামের একটি অটোরিকশার শোরুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে শোরুমের দুই পাশের দেয়াল ধসে পড়ে। ভেতরে বেশ কিছু অটোরিকশা, ব্যাটারি ও প্লাস্টিকের গ্যালনভর্তি কেমিক্যাল দেখা যায়। বিস্ফোরণে পাশের একটি একতলা সেমিপাকা ভবন ও আরেকটি দোতলা পাকা ভবনের দেয়াল ধসে যায়। এ ছাড়া বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের কয়েকটি ভবনের জানালার কাচও ভেঙে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) ফখর উদ্দিন আহম্মাদ জানান, ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে চারতলা ভবনের নিচতলায় ইজিবাইক অ্যাসেম্বল করে বিক্রি করা হয়৷ প্রতিষ্ঠানটির ভেতরে অসংখ্য ব্যাটারি রয়েছে৷ এসব ব্যাটারি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷

সিলেট ভয়েস/এএইচএম