প্রাক্সিস কানাইঘাটের দুই প্রশিক্ষকের ডেনমার্ক যাত্রায় সংবর্ধনা

ইংলিশ প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রাক্সিস কানাইঘাটের প্রশিক্ষক মারুফ আহমদ ও রুহুল আমিন উচ্চশিক্ষার জন্য ডেনমার্ক যাত্রা উপলক্ষে তাদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

প্রাক্সিস কানাইঘাটের হলরুমে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাক্সিস কানাইঘাটের পরিচালক আব্দুল্লাহ-আল-মাহমুদের সভাপতিত্বে ও প্রাক্সিসের ব্র্যাঞ্চ ম্যানেজার হাজিরা সুলতানা পপির পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, মাস্টার হাবিবুর রহমান, কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের পরিচালক ছাত্রনেতা নোমান আহমদ রুমান, প্রাক্সিস জকিগঞ্জের পরিচালক দিদার আলম মিলন, প্রাক্সিস কানাইঘাটের প্রশিক্ষক মাহদি মাহিন, জয় দাস, মো. আব্দুল্লাহ, জে.এম জয়।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ বলেন, কানাইঘাট শিক্ষার দিক থেকে অনেকদূর এগিয়ে যাচ্ছে। এখানকার মেধাবী ছাত্রছাত্রীরা আইএলটিইএস কোর্স সম্পন্ন করে উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে অধ্যয়নের জন্য যাচ্ছেন এবং সাফল্যের সাথে ডিগ্রি অর্জনের পাশাপাশি নিজেদের সু-প্রতিষ্ঠিত করছেন যা অত্যন্ত আনন্দের। ইংলিশ প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রাক্সিস কানাইঘাট পৌর শহরে যাত্রার পর থেকে বিজ্ঞ প্রশিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ইতিমধ্যে প্রাক্সিস কানাইঘাট থেকে আইএলটিইএস কোর্স সম্পন্ন করে ৪৭ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমিয়েছেন।

সিলেট শহরে না গিয়ে কানাইঘাটের শিক্ষার্থীদের প্রাক্সিসে কম খরছে ইংরেজি সব ধরণের কোর্স গ্রহণের জন্য সূধীজনেরা সবার প্রতি আহ্বান জানান। সেই সাথে প্রাক্সিসের প্রশিক্ষক মেধাবী শিক্ষার্থী মারুফ আহমদ ও রুহুল আমিন উচ্চ শিক্ষার জন্য ডেনমার্কের ভিসা পাওয়ায় তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন সবাই।

অনুষ্ঠান শেষে প্রাক্সিসের পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।