সিলেট-তামাবিল মহাসড়কে প্রাইভেট কারে ভারতীয় চোরাই চিনি পরিবহনের সময় ১২ বস্তা চিনিসহ ২ জনকে আটক করেছে তামাবিল হাইওয়ে পুলিশ।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার কাটাগাং এলাকার কবিরের দোকানের সামনে অভিযান চালায় হাইওয়ে পুলিশ।
আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার আসামপাড়া (চব্বিশপাড়া) গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. আজগর আলী (২৫), আসামপাড়া গুচ্ছগ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. তাজুল ইসলাম (২০)।
তামাবিল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ আলী বলেন, ‘অভিযানে আটককৃতদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।‘