প্রাইজমানির পুরো টাকাই ম্যানেজমেন্ট-খেলোয়াড়দের দিল সিলেট

দারুণভাবে শুরু করা বিপিএলের ফাইনালে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টের রানার আপ হিসেবে পুরস্কারস্বরূপ এক কোটি টাকার প্রাইজমানি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আর প্রাইজমানির পুরোটাই দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে ভাগ করে দেবে সিলেট মালিক কর্তৃপক্ষ।

আগে থেকেই জানা গিয়েছিল সিলেটের এমন সিদ্ধান্তের কথা। তবে শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট কর্তৃপক্ষ। এদিকে, বিপিএলে টুর্নামেন্ট জুড়ে ভালো খেলার ফল হিসেবে নাজমুল হোসেন শান্ত পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

মুশফিকুর রহিম জিতেছেন সেরা ফিল্ডারের পুরস্কার। এদিকে নবম আসরে ব্যাট হাতে মোট ৫১৬ রান করা শান্ত জিতে নিয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারও। সিলেট দলের তরুণ খেলোয়াড় তৌহিদ হৃদয় ভালো খেলার ফলস্বরূপ জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দলের স্কোয়াডে।