‘প্রশ্নফাঁসের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা’

প্রশ্নফাঁস বন্ধ করতে অভিনব কৌশল গ্রহণ ও কঠোর মনিটরিং করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, গত পরীক্ষায় বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে সফল হয়নি। প্রশ্নফাঁস বন্ধ করতে আমরা অভিনব কৌশল গ্রহণ করেছি। এবং এ ব্যাপারে আমরা কঠোর মনিটরিং করছি। কিন্তু এরপরও যদি গুজব ছড়ানো বা প্রশ্নফাঁসের চেষ্টা করা হয়, তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

কোচিং সেন্টার বন্ধের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং বন্ধের নির্দেশনা রয়েছে। একই কোচিং সেন্টারে অনেক ধরনের কোচিং চলে। এটি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের পক্ষে একা বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতাও প্রয়োজন।

তিনি আরও বলেন, কোচিংয়ের প্রয়োজন আছে। স্কুল-কলেজগুলোতে একসঙ্গে অনেক শিক্ষার্থী ক্লাস করে। সবার প্রতি শিক্ষকদের আলাদা নজর দেওয়া সম্ভব নয়। তবে নতুন যে শিক্ষাক্রম, তাতে কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হবে না বলে আশা করি।