প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন : নাসির উদ্দিন খাঁন

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বন্যার্ত মানুষের দুঃখ কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন। বন্যার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আশা উচিত। বন্যা পরবর্তী পূর্নবাসনের জন্য সরকার সবধরণের সহযোগিতা করবে। জেলা পরিষদের পক্ষ থেকে সিলেট জেলার ১৩টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।’

বুধবার (২৬ জুন) বুধবার সকালে দক্ষিণ সুরমা ত্রাণ ও পূর্নবাসন গণকমিটির উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক মানিকের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, তপন চন্দ্র পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল করিম হেলাল,তাহছিন আহমদ দিপু।

মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবুল আহমদ,জেলা যুবলীগ নেতা সুয়েবআহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আলী আকবর নাহিদ,মনজির আলী, লিটন মালাকার প্রমুখ।