প্রধানমন্ত্রীর কাছে মামুনুল হকের মুক্তি দাবি পরিবারের

মামুনুল হকের মুক্তি দাবি করেছেন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের দুই সন্তান।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে কাজি বশির উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত ‘শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় আজিজুল হকের দুই ছেলে মাওলানা মাহবুবুল হক ও মাওলানা মাহফুজুল হক এ আহ্বান জানান। তারা দুজনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের ভাই মামুনুল হকের মুক্তির অনুরোধ করেন।

‘শায়খুল হাদিস পরিষদ’ আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক বলেন, ‘শায়খুল হাদিসের রেখে যাওয়া সব কিছু আমাদের কাছে আমানত। তিনি তার পরিবারকে আমাদের কাছে যেভাবে রেখে গেছেন, এটাও আমাদের কাছে অনেক বড় আমানত। এই আমানতের কদর করা, তাদের পাশে থাকা, সকল কর্মকাণ্ডে তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। শায়খুল হাদিসের পরিবারের সদস্য আমার ছোট ভাই মামুনুল হক।’

মাহফুজুল হক তার বক্তব্যে উল্লেখ করেন, ‘এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় শায়খুল হাদিসের অনেক অবদান রয়েছে। তার সেই ভূমিকার হক আদায় সরূপ, তার হাতে গড়া, তার হাদিসের মসনদে বসে, তার সন্তান আল্লামা মামুনুল হককে অতিদ্রুত সময়ের মধ্যে, সরকারের কাছে আহ্বান করবো, তাকে মুক্তি দিবেন। শায়খুল হাদিস রহমাতুল্লার সম্মান রক্ষার্থে, তাকে মুক্তি দিন।’

শায়খুল হাদিসের আরেকপুত্র মাওলানা মাহবুবুল হক বলেন, ‘অভিভাবক হিসেবে সংসারে কোনও কিছু দরকার হলে সবাই যেমন অভিভাবকের কাছে দাবি করে তেমনি রাষ্ট্রের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আমাদের দেশের আলেম-ওলামারা যারা জেলখানায় আছেন, যারা বন্দী আছেন মামুনুল হকসহ সকলের মুক্তি দাবি করে আপনার কাছে আমরা অনুরোধ করবো, আপনি দেশের অভিভাবক হিসেবে সুচিন্তিত রায় দিবেন ও আলেমদের মুক্তি দিবেন।’