প্রথমবারের মতো ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে দিনাজপুরের আম

সুস্বাদু লিচুর পর এবার প্রথমবারের মতো ইংল্যান্ডে রপ্তানি করা হচ্ছে দিনাজপুরের আমও।

গতকাল বুধবার দুপুরে (১২ জুলাই) দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে সাংবাদিকদের কাছে আম রপ্তানির বিষয়টি ঘোষণা করেন উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান।

এর আগে বিরল উপজেলার বাড়ি ফোর জাতের আম ৩০০ কেজি ব্যানানা ম্যাংগো জাতের ২০০ কেজিসহ মোট ৫০০ কেজি আম ইংল্যান্ডের দূতাবাসে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত প্রতিটি পর্যায়ে কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের কঠোর তদারকির কারণেই আম ও লিচু রপ্তানি সম্ভব হয়েছে। এত করে আম ও লিচু দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি উপার্জিত হবে বৈদেশিক মুদ্রা।

জানা গেছে, এটি প্রথম ধাপে আম রপ্তানির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও আম পাঠানো হবে। এই আম ইংল্যান্ড প্রবাসীদের নিকট পাঠানো হচ্ছে এবং তাদের চাহিদা মত পর্যায়ক্রমে আরও বিভিন্ন জাতের আম পাঠানো হবে। এর আগেও দিনাজপুর থেকে ফ্রান্সে লিচু পাঠানো হয়েছিল। এই প্রথম লিচুর পর ইংল্যান্ডে আম পাঠানোর হচ্ছে। এই আম দিনাজপুরের বিরলের থেকে সংগ্রহ করা হয়েছে।

সিলেট ভয়েস/এএইচএম