প্রতিবাদ সভায় লক্ষীপাশা ইউনিয়ন আ. লীগ সভাপতির বক্তব্যের নিন্দা

গোলাপগঞ্জে লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু’র দেওয়া এক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোমবার (২১ আগস্ট) রাতে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলা উদ্দিন আলাই ও সাধারণ সম্পাদক হেলাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলাই, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জোয়াইদ আলী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাতাব উদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নুদ্দিন জইন, সাধারণ সম্পাদক লায়েক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ আহমদ, ইমরান হোসেন সুবেল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুলেমান আহমদ বাদশা।

এসময় বক্তারা বলেন, গত ১৫ আগস্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু পাশ্ববর্তী বিয়ানীবাজার উপজেলায় সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেনের পক্ষে যে বক্তব্য দিয়েছেন আমরা এই বক্তব্যের সাথে কোন সময় একমত নয়। তিনি বলেন সরওয়ার হোসেন নৌকা ছাড়া কলা গাছ প্রতীক নিয়েও যদি নির্বাচনে আসেন তাহলে গোলাপগঞ্জের মানুষ তার পক্ষে কাজ করবেন। দায়িত্বশীল পদে থেকে তার এ ধরণের বক্তব্য নোংরা মনমানসিকতার প্রমাণ৷

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী যে কাউকে নৌকা দিবেন আমরা তার পক্ষে কাজ করব। যদি নৌকা কলা গাছকেও দেওয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির এধরণের বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অতি দ্রুত তাকে এধরণের বক্তব্য দেওয়ার কারণে জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত।

এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সারওয়ার হোসেন দীর্ঘদিন থেকেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে নৌকার মনোনয়ন প্রার্থী।