প্রকাশ হলো অস্কার মনোনয়নের তালিকা

একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৫তম আসরের মাত্র তিন মাস বাকি। ২০২৩ সালের মার্চ মাসে বসবে অস্কারের জমকালো আসর। এরই মধ্যে এ আসরের ১০টি বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি অস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে আন্তর্জাতিক ফিচার ছবি, ডকুমেন্টারি, সাউন্ড, অরিজিনাল স্কোর, অরিজিনাল সং, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ভিজুয়েল অফেক্টস, নন অ্যানিমেটেড শর্ট ফিল্মের তালিকা প্রকাশ হয়েছে। ২৪ জানুয়ারি মনোনয়নের অফিসিয়াল ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

চলতি বছর ৯২টি দেশের ছবি থেকে আন্তর্জাতিক ফিচার ছবি বিভাগে মনোনয়নের জন্য নির্বাচন করা হয়েছে ১৫টি সিনেমা।

এগুলো হচ্ছে ‘আর্জেন্টিনা ১৯৮৫’ (আর্জেন্টিনা), ‘করসেজ’ (অস্ট্রিয়া), ‘ক্লোজ’ (বেলজিয়াম), ‘রিটার্ন টু সিউল’ (কম্বোডিয়া), ‘হলি স্পাইডার’ (ডেনমার্ক), ‘সেইন্ট ওমের’ (ফ্রান্স), ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ (জার্মানি), ‘লাস্ট ফিল্ম শো’ (ভারত), ‘দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড), ‘বারডো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস’ (মেক্সিকো), ‘দ্য ব্লু কাফতান’ (মরক্কো), ‘জয়ল্যান্ড’ (পাকিস্তান), ‘ইও’ (পোল্যান্ড), ‘ডিসিশন টু লিভ’ (দক্ষিণ কোরিয়া) ও ‘কায়রো কন্সপায়ারেসি’ (সুইডেন)।

এছাড়া ভারতের সিনেমা ‘আরআরআর’ও স্থান পেয়েছে অস্কারের তালিকায়। এটি ‘বেস্ট সং’ বিভাগে ‘নাটু নাটু’ গানটির জন্য মনোনয়ন পেয়েছে। সেরা ডকুমেন্টারি বিভাগেও রয়েছে ভারতীয় সিনেমা ‘অল দ্যাট ব্রিদস’। এবারের অস্কার আসর সঞ্চালনা করবেন জিমি কিমেল।