দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সেলিম উদ্দিন বলেছেন, ‘জাতীয় পার্টির জনপ্রিয়তা দেখে অন্য প্রার্থীর কর্মীদের হিংসা হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় আমাদের লাঙ্গলের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলছে। তারা জানে না ব্যানার-পোস্টার ছিঁড়ে জাতীয় পার্টির বিজয় ঠেকানো যাবে না।’
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দুই উপজেলার মানুষ বিপুল ভোটে তাদের পছন্দের প্রার্থী সেলিম উদ্দিনকে বিজয়ী করবে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজার, কমলগঞ্জ, ফুলসাইন্দে উঠান বৈঠকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সেলিম উদ্দিন বলেন,’আমি যে দিকে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ আমাকে দেখে বুকে জড়িয়ে নিচ্ছে। মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এক প্রার্থীকে তারা বার বার বিজয়ী করেছেন কিন্তু কোন উন্নয়ন হয়নি। এবার তারা পরিবর্তন চায়। দুই উপজেলার মানুষ জাতীয় পার্টিকে পেয়ে খুশি। এবার জাতীয় পার্টির প্রার্থীকে তারা বিজয়ী করতে চায়।’
পৃথক উঠান বৈঠকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট জেলা বারের সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন, সিলেট জেলা জাতীয় পার্টির সহসভাপতি হুমাইয়ুন আহমদ চৌধুরী, সাবেক সহসভাপতি মজির উদ্দিন চাকলাদার, সিলেট মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, জেলা জাপার সাবেক অর্থ সম্পাদক আনিছুজ্জামান পাপপু প্রমুখ।