পোল্যান্ডে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। রাজধানী ওয়ারশ এর কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানৗীয় সময় সোমবার সন্ধ্যায় দেশটির রাজধানী ওয়ারশ-এর কাছের একটি বিমানঘাঁটিতে ওই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি।
স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিডজিয়েলস্কি জানিয়েছেন, অপেক্ষাকৃত ছোট আকৃতির এ বিমানটি দুর্ঘটনায় পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন।
উদ্ধারকারীদের বরাতে পোল্যান্ডের সংবাদমাধ্যমগুলো বলছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানঘাঁটিতে নেয়া হয়েছিল বিমানটি। দুর্ঘটনার সম্ভাব্য কারণও এই প্রতিকূল আবহাওয়া।
ওয়ারস থেকে ৪৭ কিলোমিটার দূরের ক্রান্নো গ্রামের এ দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে চারটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফায়ার ব্রিগেডের মুখপাত্র মনিকা নোকাওস্কা-ব্রিন্ডা।
সিলেট ভয়েস/এএইচএম