পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, বিদ্যুত, গ্যাস ও এলপিজি গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সভা করেছে পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।

শনিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্ট থেকে মিছিল শুরু করেন দলটির নেতাকর্মীরা।

মিছিলটি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে দামোধরতপী বাজারের মূল পয়েন্টে এসে শেষ। এখানেই মিছিল পরবর্তী সভা করেন তারা।

পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইরান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদাল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি বিএনপির সভাপতি এবাদুর রহমান, জেলা বিএনপির সদস্য জুয়েল রানা, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, সুনামগঞ্জ জেলা কৃষক দলের সদস্য ফারুক মিয়া, উপজেলা বিএনপি নেতা এড. আতাউর রহমান, জেলা যুবদলের সদস্য তুরন খাঁন ও শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম বক্স।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি নেতা বদিরুল ইসলাম, নূর উদ্দিন, আছকির উদ্দিন, আবদুল বারী মেম্বার, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম সুমন, শফিক মিয়া, সোহেল মিয়া, আস্রব আলী, নিয়াজুল ইসলাম, রোখন উদ্দিন, জলিল মিয়া, জিয়াউর রহমান, উপজেলা যুবদল নেতা খালেদ আহমদ, শাবুল মিয়া, শিবুল মিয়া, আবদুল আজিজ, দিলোয়ার মিয়া, কাজি তুহিন, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি নূরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইউপি যুবদল নেতা আম্বর আলী, আলী হোসেন, রশিদ মিয়া, মোজাক্কির মিয়া, শফিক মিয়া, দুলাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল মিয়া, মনির মিয়া, এশাদ মিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিব খাঁন, জাহিদুর রহমান, সৌরভ আহমদ, সিপু মিয়া ও নবীজুর রহমান প্রমুখ।