পূজামণ্ডপের নিরাপত্তায় বসাতে হবে সিসি ক্যামেরা

আসন্ন দুর্গাপূজায় দেশের সকল মণ্ডপে বাধ্যতামূলক সিসি ক্যামেরা বসাতে হবে। এটা পূজা উদযাপন কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন পূজায় মণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘গত বছর কোভিড থাকার কারণে পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ টিম কাজ করেছিল।’

এবার আমরা স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করছি। সবগুলো পূজামণ্ডপে আনসার সদস্যরা স্থায়ীভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবে। এজন্য পূজা মণ্ডপগুলোতে আনসার সদস্যদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক থাকবে প্রতিটা মণ্ডপে টহল জোরদার থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার সারাদেশে মোট ৩২ হাজার ২৬৮ পূজামণ্ডপে দূর্গাপূজা উদযাপন হবে।