কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে নগরীর দাঁড়িয়াপাড়াস্থ বাসায় এ হামলার ঘটনা ঘটে।
এদিকে এই ঘটনায় আজ রোববার (১৩ আগস্ট) অ্যাডভোকেট প্রবাল চৌধুরী বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। মামলায় সিলেট ছাত্রলীগের ৫৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর ও মামলার বাদী অ্যাডভোকেট প্রবাল চৌধুরী।
মামলায় আসামিরা হলেন :
সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম (৩৪), সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (৩০), সিলেট মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ (৩২) ইসফাকুর নূর চৌধুরী (২৪), আহমদ উদ্দিন সাজন (২৬), তানভীর আহমেদ (৩৮), আনছার ওরফে শোটার আনছার (২৯), রুহেল আহমদ ওরফে কাউন্সিলর রুহেল, শান্ত আহমদ (২৬), ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিছবাউল করিম রফিক (২৮), অনিক (২৪), জাবেদ আহমদ চৌধুরী (৩৫), হাসান মাহমুদ (৩০), মান্না কোরেশী (২৪), সাগর (২৪), মুহিত খান (২৪), আহমেদ ইয়াসিন (২৬), কামিল রাজা (২৫), রাসেল আহমেদ ওরফে হাতি রাসেল (২৭), মুহিউদ্দিন রাসেল (৩০), সাগর সরকার (২৮), নাসিম চৌধুরী (২২), শাহ আলম স্বাধীন (২৭), ইয়াছিন আহমেদ মারুফ (২৮), আহমদ আলী (২৮), আশরাফুল (২৮), জাহিদুল হক তাহমিদ (২৬), মো. এমাদ (২৪), মনিউল আলম (২৭), মাহবুবুর রহমান চৌধুরী রেমু (২৮), কাজী জুবায়ের আহমদ (২৬), মো. আকাশ আর চৌধুরী (২২), আকাশ ঘোষ (২৬), বিরাজ দাস (২৫), নাঈম আহমদ (২৬), এস.কে সাজু (২৭), মো. আকিব চৌধুরী (২৫), সাকির হোসেন শাহীন (২৬), সালমান (২০), বিশাল দাস (২৫), খন্দকার মাহমুদুল হাসান জনি (২৫), ফরহাদ খান (২৬), রেদওয়ান আহমেদ রেজা (২৫), রাতুল কর পুরকায়স্থ (২২), সৌরভ (২০), আহাদ (২২), জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আতিকুল আলম (২৯) সারওয়ার আহমদ নাহিদ (২৫), আজিজুর রহমান মুন্না (২৬), কনুজ ধর (২০), জিহান আহমদ (৩৩), ইরান সাবেশে (৭৮), আলতাফ হোসেন মুরাদ (৩৩) রায়হান খান হাল(২৬)।
সিলেট ভয়েস/এএইচএম