‘পুষ্পা ২’ সিনেমা: একদিনেই ১০ লাখ টিকিট বিক্রি

আগামীকাল (৫ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। শনিবার থেকে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি ক্রমশ বাড়ছে। নতুন খবর হলো মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড করে ফেলেছে আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি।

অগ্রিম বুকিংয়ের মাত্র এক দিনেই ১০ লাখ টিকিট বিক্রি হয়েছে। মুক্তির দুইদিন আগেই ১০ লাখ টিকিট বিক্রি হওয়ায় ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘বাহুবলী ২’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর রেকর্ড ইতোমধ্যে ভেঙে ফেলেছে আল্লু অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’।

সুকুমার পরিচালিত এই সিনেমা এরই মধ্যে অগ্রিম বুকিংয়ে ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। নেট কালেকশন আনুমানিক ৩৫ কোটি ৫৮ লাখ টাকা, এর মধ্যে তেলুগু, হিন্দি ও মালয়ালি ভাষা রয়েছে।

তেলুগু ভাষায় প্রি-বুকিং হয়েছে ১৭ কোটি ১৬ লাখ টাকার, এরপর তালিকায় হিন্দি, সেখানে আয় ১২ কোটির কাছাকাছি। তৃতীয় স্থানে মালয়ালি ভাষা, আয়ের পরিমাণ ১ কোটি ২ লাখ টাকা।