পুলিশ রিমান্ডে জকিগঞ্জের আলোচিত সুমন মেম্বার

জকিগঞ্জের বারহাল ইউনিয়নের আলোচিত সাবেক মেম্বার সুমন আহমদ চৌধুরীকে রিমান্ডে দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) আদালতে হাজির করে পুলিশ সমুনকে রিমান্ডে চাইলে এক দিনের পুলিশ রিমান্ড প্রদান করেছেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা।

গত ১৪ জুলাই ভারতীয় চিনি চোরাচালানের দায়ে বিশেষ ক্ষমতা আইনে দায়েকৃত মামলায় বাদী জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুল কালাম আজাদ ৫দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সুমন মেম্বারসহ একটি চক্র অবৈধপথে ভারত হইতে চিনিসহ বিভিন্ন পণ্য এনে জকিগঞ্জসহ বিভিন্ন স্থানে পাচার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে গত ১৪ জুলাই সুমনের ঘাটের বাজারস্থ গুদাম থেকে ৫ হাজার ৪শ কেজি ভারতীয় চিনি আটক করে ডিবি পুলিশ। সুষ্ঠু তদন্তের জন্য সুমন আহমদ চৌধুরীকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের প্রয়োজন। আমরা আদালতের কাছে ৫ দিনের রিমান্ডের আর্জি জানালে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।