পুঁজিবাজারে সূচকের পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচক দশমিক ২৭ শতাংশ কমেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আজ সকাল ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে পাঁচ হাজার ২৩০ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত আছে ৮৭টির শেয়ার দর। এ সময় পর্যন্ত মোট টার্নওভার দাঁড়িয়েছে ৯১ কোটি ৫৮ লাখ টাকা।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই প্রধান সূচক দশমিক শূন্য দুই শতাংশ বা তিন দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬৮ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছিল।