সিলেটের উপজেলা পর্যায়ে প্রথমবারের মত পিত্তথলির পাথর অপসারণে সফল অস্ত্রোপচার করেছে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
রবিবার (১৬ জুলাই) জেনারেল সার্জারিতে পিত্তথলির পাথরের অস্ত্রোপচারের মাধ্যমে সিলেট জেলার মধ্যে ও উপজেলা পর্যায়ে প্রথম জেনারেল সার্জারিতে বড় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল এবং হাসপাতালের সাফল্যে আরও একটি পালক যুক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মো. মঈনুল আহসানের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং দিকনির্দেশনায় অত্র অস্ত্রোপচারে ডা: মোঃ ইউসুফ জামিল (জুনিয়র কনসালট্যান্ট জেনারেল সার্জারি) এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন-ডা: মোঃ কামরুল গাফফার (জুনিয়র কনসালট্যান্ট এনেস্থেশিয়া), ডা: রুবাইয়া আহমেদ (আবাসিক মেডিকেল অফিসার), শিপা বেগম (নার্সিং সুপারভাইজার ভারপ্রাপ্ত) আর রোকেয়া বেগম (নার্সিং ইনচার্জ), শ্রীদাম মালাকার (ওটি ইনচার্জ), আয়েশা খাতুন (সিনিয়র স্টাফ নার্স)।
উল্লেখ্য, হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রমের উদ্বোধন করার পর থেকে অত্র প্রতিষ্ঠানটি সিলেট জেলার মধ্যে অন্যতম একটি সফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক ও কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় একের পর এক সফলভাবে অস্ত্রপচার করে আসছে। ইতিপূর্বে অনেকগুলো সফলভাবে সিজারিয়ান সেকশন অপারেশন এবং জেনারেল সার্জারির বেশ কয়েকটি মেজর অপারেশন, কয়েক শতাধিক মাইনর অপারেশন সফলভাবে সম্পন্ন করে ইতিমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করতে সফল হয়েছে।