সিলেটে পাসপোর্ট সেবা উন্নয়নে গৃহীত পদক্ষেপ সংক্রান্ত অংশীজনের সমন্বয়ে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ মে) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এর সভাপতিত্বে ও বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মহের উদ্দিন শেখ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইজি সিলেট রেঞ্জ এর প্রতিনিধি এমএ জলিল, (অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন্স), এডিএম ইমরুল হাসান, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী, প্রথম আলো প্রতিনিধি সুমন কুমার দাস, বাসস প্রতিনিধি মকসুদ আহমদ মকসুদ।
সভায় অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন যে, পাসপোর্ট বিষয়ে গত ৭ মাস আগে অনুষ্ঠিত সভায় গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত হচ্ছে এবং পাসপোর্ট সেবার মান ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। দালালের দৌরাত্ম্য কমেছে, সেবাপ্রার্থীদের জন্য নানাবিধ সুযোগসুবিধা বৃদ্ধি করা হয়েছে।
সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সরকারি সেবা নিশ্চিত করতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করা হয়।