‘পার্সন টু পার্সন’ সম্পর্ক গড়ে তুলতে হবে : সিলেটে নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারির সাথে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।

এতে প্রধান অতিথির বক্তব্যে নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারি বলেন, সিলেট বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও সিলেটের ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি বলেন, আমাদের দুই দেশের পরিবেশ, সংস্কৃতি ও জীবনযাত্রার মান প্রায় একইরকম। এই সাদৃশ্যকে কাজে লাগিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, ইতোপূর্বে বাংলাদেশ নেপাল থেকে সুতা আমদানি করতো, কিন্তু সরকারী নিষেধাজ্ঞার কারণে বিগত বেশ কিছু দিন নেপাল থেকে সুতা রপ্তানী বন্ধ ছিল। আগামী ডিসেম্বর থেকে সুতা রপ্তানী পুণরায় চালু হবে বলে তিনি জানান।

দুই দেশের আমদানি-রপ্তানী বাণিজ্যের মধ্যে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে উল্লেখ করে ঘানশ্যাম ভান্ডারি বলেন, নেপালে বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি ‘পার্সন টু পার্সন’ সম্পর্ক গড়ে তুলতে হবে। নেপাল ও বাংলাদেশের মধ্যে সহজ সড়ক যোগাযোগ গড়ে তুলতে পারলে দুই দেশ পর্যটন ও অর্থনৈতিক খাতে দারুণভাবে লাভবান হবে বলে জানান তিনি।

সভায় বাংলাদেশ ও নেপালের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. ইকবাল, লিডিং ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. বশির আহমদ ভুইয়া, নর্থ-ইস্ট ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের এসিসটেন্ট প্রফেসর ড. শামীম আল আজিজ লেলিন।

এছাড়া আরও বক্তব্য রাখেন, নেপাল এম্বেসীর সেকেন্ড সেক্রেটারী ইয়োজনা বামজান সিলেট চেম্বারের নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মো. এমদাদ হোসেন, নবনির্বাচিত সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, নবনির্বাচিত পরিচালক আরিফ হোসেন।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, নেপালের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত আন্তরিক। অনেক নেপালী ছাত্র-ছাত্রী সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে লেখাপড়া করেন। তিনি বলেন, নেপালের ছাত্র-ছাত্রীরা আমাদের কাছে পরিবারের সদস্যদের মত। আমরা চাই নেপালের সাথে বাংলাদেশের সামাজিক সম্পর্ক আরো দৃঢ় হোক। তিনি ছাত্র-ছাত্রী ও পর্যটকদের সুবিধার্থে কাঠমন্ডু-সিলেট সরাসরি ফ্লাইট চালুর আহবান জানান। এছাড়াও দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারী-বেসরকারী পর্যায়ে যৌথ প্রচেষ্টা চালানোর আহবান জানান।

সভায় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী, জহিরুল কবীর চৌধুরী (শিরু), কাজী মো. মোস্তাফিজুর রহমান, নবনির্বাচিত পরিচালক শ্রী শান্ত দেব, মো. রিমাদ আহমদ রুবেল, মোহাম্মদ নূরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক প্রমুখ।