পাবলিক সার্বিস দিবস উদযাপন উপলক্ষে সিলেটে আলোচনা সভা

জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাতের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার
সাদিয়া বিনতে সোলায়মানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো:মজিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা সন্দীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন ।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা সমাজ সেবার উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক আলা উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, সাংবাদিক আব্দু রশিদ রেনু, সদর উপজেলার নির্বাহি অফিসার নুশরাত আজমিরি হক, জেলা পানি সম্পদ কর্মকতা ডা: মোহাম্মদ আব্দু শহিদ হোসেন, জেলা ঔষধ প্রশাসন তত্ত্বাবধায়ক মো: মেহেদী হাসান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সিলেটের সহাকারী প্রকৌশলী মো: মফিজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার নূর হোসেন, বিভাগীয় সরকারী গন গ্রন্থাগারের উপ-পরিচালক দিলীপ কুমার সাহা, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, সিনিয়র সহকারী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসনিম, এনডিসি পল্লব হোম দাস, মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি মাহমুদ আশিক কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: আহমদসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার পূর্বে অফিসগুলো দখল করেছিলো পাকিস্তানী কর্মকতারা। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন পূরনের জন্য আমাদের সরকারী দপ্তরের কর্মকতারা কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের সর্বোচ্চ মেধাকে কাজে লাগিয়ে জনগণের সেবা দিতে বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, সোনার বাংলা বিনির্মাণে প্রশাসনের সকল কর্মকর্তাদের এক যোগে কাজ করতে হবে। এটা সরকারের সেবার ব্যবসা, আমরা কাজ করছি কর্মচারী হিসেবে। সেবার জন্য যে কেউ আসুক তাকে সন্তুষ্ট করা আমাদের দায়িত্ব।