সড়ক দুর্ঘটনায় নিহত খ্যাতনামা সঙ্গীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে তার মরদেহ একাডেমি প্রাঙ্গণে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন।
শেষ শ্রদ্ধা শেষে তার মরদেহ তার নিজ সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলবাঁক নিয়ে যাওয়া হবে সেখানে তারা জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হবে।
জীবন খাতা, আসমানে যাইয়ো না রে বন্ধু, আমি এক পাপিষ্ঠ বান্দা, রেলগাড়ির ইঞ্জিনসহ অজস্র জনপ্রিয় গানের শিল্পী পাগল হাসান আজ ভোর ৬টা ৩৫ মিনিটে সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
দোয়ারাবাজার থেকে ছাতকে আসার পথে বিপরীতমুখী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন পাগল হাসান। এসময় আরো নিহত হন অটোরিক্সার চালক সাত্তার মিয়া।