জনপ্রিয় বাউল সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর স্বাক্ষরিত এক বার্তায় তিনি এ শোক জানান।
শোক বার্তায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, মতিউর রহমান হাসান বৃহত্তর সিলেটের একজন গুণী কণ্ঠশিল্পী ছিলেন। দেশব্যাপী তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছাঁয়া নেমে এসেছে। বাউল হাসানের মৃত্যুতে সিলেটবাসী একজন গুণী সংগীত শিল্পীকে হারিয়েছে এবং তাঁর অভাব অপূরণীয়। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই’।
মতিউর রহমান হাসান বৃহত্তর সিলেটের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও শিমুলতলা গ্রামে জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার সকাল ৬টায় ছাতক শহরের সুরমা সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।