পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় দেশটির সামরিক বাহিনীর ১২ জন সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১২ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পৃথক দুই হামলায় প্রাণ হারান তারা। সন্ত্রাসী হামলায় চলতি বছর এটিই দক্ষিণ এশিয়ার এই পরমাণু শক্তিধর দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সেনা মৃত্যুর ঘটনা।

এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় সাত সশস্ত্র জঙ্গিও নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের ঝোব এবং সুই এলাকায় পৃথক সামরিক অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর ১২ জন সৈন্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর ওপর হামলাকারী ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সাত জঙ্গিও নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) একাধিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

দ্য ডন বলছে, চলতি বছর হওয়া সন্ত্রাসী হামলাগুলোর মধ্যে বুধবারের এই হামলায় নিহতের ঘটনাটি ছিল একদিনে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বেলুচিস্তানের কেচ জেলায় হামলায় দেশটির ১০ সেনা সদস্য নিহত হয়েছিল।

বুধবার গভীর রাতে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের সুই জেলার একটি এলাকায় অভিযান চলাকালে জঙ্গিদের আক্রমণের শিকার হয় নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, গুলি বিনিময়ের সময় তিন সাহসী সৈনিক এবং দুই সন্ত্রাসী প্রাণ হারান।

এদিকে সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রাষ্ট্র-পরিচালিত এপিপি জানিয়েছে, মাতৃভূমির জন্য নিহত সেনাদের আত্মত্যাগ চিরকাল স্মরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

সিলেট ভয়েস/এএইচএম