একটি যাত্রী বাস খাদে পড়ে ১৯ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ১১ জন। রবিবার (৩ জুলাই) সকালে পাকিস্তানের বেলুচিস্তানের জোব জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ যাত্রী নিয়ে রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনাস্থলে যাত্রীদের সহায়তা করতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। এদের অনেকের অবস্থা গুরুতর।
শেরানীর সহকারী কমিশনার মেহতাব শাহ সংবাদমাধ্যম ডনকে বলেন, ধনা সরের কাছে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতির বাসটি খাদে পড়ে গেলে ১৯ যাত্রী নিহত ও ১১ জন আহত হয়েছে।
জোবের বেসামরিক হাসপাতালের চিকিৎসক নুরুল হক বলেন, যাদের হাসপাতালে আনা হয়েছে তাদের অবস্থা সংকটাপন্ন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তায় কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন তিনি।পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২২, ১৪:১৮
দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীরা। ছবি ডন থেকে নেওয়া।দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীরা। ছবি ডন থেকে নেওয়া।
একটি যাত্রী বাস খাদে পড়ে ১৯ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ১১ জন। রবিবার (৩ জুলাই) সকালে পাকিস্তানের বেলুচিস্তানের জোব জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ যাত্রী নিয়ে রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনাস্থলে যাত্রীদের সহায়তা করতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। এদের অনেকের অবস্থা গুরুতর।
শেরানীর সহকারী কমিশনার মেহতাব শাহ সংবাদমাধ্যম ডনকে বলেন, ধনা সরের কাছে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতির বাসটি খাদে পড়ে গেলে ১৯ যাত্রী নিহত ও ১১ জন আহত হয়েছে।
জোবের বেসামরিক হাসপাতালের চিকিৎসক নুরুল হক বলেন, যাদের হাসপাতালে আনা হয়েছে তাদের অবস্থা সংকটাপন্ন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তায় কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন তিনি।