পাকিস্তানে পেট্রোলের দামে আবারও রেকর্ড

পাকিস্তানে জ্বালানি পেট্রোলের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার দায়িত্ব নেওয়ার পরের দিনই দেশটিতে বাড়ানো হয়েছে জ্বালানির দাম।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ২০ রুপিরও বেশি বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দেশের সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে। এই মূল্যস্ফীতি গত দুই মাস কিছুটা স্থিতিশীল ছিল।

নতুন দাম অনুযায়ী এখন পাকিস্তানিদের প্রতি লিটার পেট্রোল কিনতে হবে ২৯০ দশমিক ৪৫ রুপিতে। আগের দাম থেকে পেট্রোলের দাম বেড়েছে ১৭ দশমিক ৫০ রুপি। অপরদিকে হাইস্পিড ডিজেল প্রতি লিটার ২০ রুপিরও বেশি বেড়ে হয়েছে ২৯৩ দশমিক ৪০ রুপি।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এটির অনুমোদন দেওয়ার পরই দামবৃদ্ধির ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় তাদের রাতারাতি দাম বাড়াতে হয়েছে। তবে কেরোসিন এবং হালকা ডিজেলের মূল্য অপরিবর্তিত রয়েছে।

সিলেট ভয়েস/এএইচএম