পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে আজ শনিবার (৮ জুলাই) সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর আগে সকালে সংঘর্ষ ও সহিংসতায় উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, রেজিনগর, বেলডাঙ্গা ও তুফানগঞ্জে নিহত হয়েছেন পাঁচজন।
জানা গেছে, আজ সকালে উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে হামলায় নিহত হয়েছেন আবদুল্লাহ (৪০) নামের নির্দলীয় প্রার্থীর এক সমর্থক। বাঁশ, লাঠি ও রিভলবার নিয়ে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়। ভাঙচুর করা হয় প্রচার অফিস। আবদুল্লাহর স্ত্রী এই হত্যার প্রতিবাদ করে ভোটকেন্দ্রে তালা ঝুলিয়ে দেন।
অপরদিকে মুর্শিদাবাদের খড়গ্রাম ও রেজিনগরে নিহত হন আরও দুজন। বেলডাঙ্গায় তৃণমূল কর্মী বাবর আলী খুন হন। তুফানগঞ্জে তৃণমূল কর্মী গণেশ সরকার খুন হন প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে। তাছাড়া কোচবিহারের ফলিমারিতে আজ গুলি করে বিজেপির এক সমর্থককে হত্যা করা হয়।
২০১৮ সালের সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ১৪ মে। ওই নির্বাচনের দিন খুন হয়েছিলেন ২৩ জন।∎
সিলেট ভয়েস/এএইচএম