পর্যাপ্ত ত্রাণ আছে, খাবারের সমস্যা হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

চল্লিশ লাখ লোক এখন পানিবন্দি উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বন্যাদুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ আছে, সেখানে খাবারের সমস্যা হবে না। উদ্ধার কাজে সেনাবাহিনীর ৩২টি, নৌ বাহিনীর ১২টি এবং ফায়ার সার্ভিসের ৪টি বোট কাজ করছে।

রবিবার (১৯ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিলেটের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। সুনামগঞ্জ এবং হবিগঞ্জে বন্যার অবনতি হয়েছে। আগামীকাল সোমবার পর্যন্ত বন্যার এই পরিস্থিতি থাকবে। মঙ্গলবার কমবে আশা করছি। তবে, পূর্বাঞ্চলের বন্যা কমলেও উত্তরাঞ্চলের বন্যা বাড়বে। এ পর্যন্ত ১২টি জেলা এবং ৭০টি উপজেলায় বন্যা হচ্ছে।

এবারের বন্যার বিষয়ে আগাম জানা থাকলেও বৃষ্টি অনেক হওয়ায় এত সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সরকারের উদ্যোগে অনেক ঝুঁকি কমানো সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রী।