পর্যটন দিবসে জাফলংয়ে র‌্যালি ও আলোচনা সভা

“Rethinking Tourism, পর্যটনের নতুন ভাবনা” প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাফলংয়ের বল্লাঘাট থেকে র‌্যালিটি শুরু হয়ে পর্যটন কেন্দ্রের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে বল্লাঘাট পিকনিক সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ মো. রতন শেখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা খাইরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক শাহ জালাল সাজু, কোষাধ্যক্ষ ইয়াকুব আলী কালা, প্রচার সসম্পাদক আতিকুল ইসলাম, সদস্য আফাজ উদ্দিন পর্যটন ব্যবসায়ী বাবুল মিয়া, ইউসুফ মিয়া, হুসেন মিয়া, রিদয় আহমেদ, জালাল উদ্দিন, রুবেল মিয়া ,সামিম মিয়া, রফিক মিয়া, তাইজুল ইসলাম,সফিক মিয়া,জসিম মিয়া,আনোয়ার,আজগর আলী, রানা মিয়া, আব্দুল হান্নান,দেলোয়ার মিয়া, মিরাজ মিয়া, এমরান মিয়াসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।