পরিবহন ধর্মঘটে জকিগঞ্জে শিক্ষার্থীদের দুর্ভোগ

সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিনে জকিগঞ্জ উপজেলার কোথায় কোন পরিবহণ চলতে দেয়নি শ্রমিকরা। এতে চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা।

বিশেষ করে ডিগ্রি পরীক্ষাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এসময় ডিগ্রি পরীক্ষার্থীদের দূরদূরান্ত থেকে রিকশা, ভ্যানগাড়ী কিংবা মোটর সাইকেলের আশ্রয় নিতে হয়েছে।

হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী জানায়, ‘আজ ছিল দর্শন পরীক্ষা। পরিবহন ধর্মঘট থাকায় টমটম রিকশা দিয়ে মাত্র ১৬ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে ২ ঘন্টায়। পিকেটাররা রাস্তায় রাস্তায় ব্যাটারীচালিত গাড়ীগুলোও চলতে দিচ্ছে না। ফলে পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

এদিকে অনেকে অতিরিক্ত ভাড়ায় মোটরসাইকেলে করে তাদের গন্তব্যে পাড়ি জমিয়েছেন। এসময় পরিবহণের ধর্মঘট অযৌক্তিক দাবী করে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।