পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দল।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ধোপাদিঘীর পাড়স্হ পররাষ্ট্র মন্ত্রীর নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে এ বৈঠক হয়।

ইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ শারলোর্ট সুয়েবস

প্রায় ঘন্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এবারের নির্বাচন কমিশন খুবই শক্তিশালী। ভোট হবে স্বচ্ছ, ভোটকেন্দ্রে সবাই নির্বিঘ্নে ভোট দিতে যাবেন।

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে প্রতিনিধি দল জানতে চাইলে, রাজনৈতিক কারণে বিরোধীদল তথা বিএনপির একজনকেও গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন তিনি। যারা সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে; বলেও জানান তিনি।

এর আগে সিলেটের জেলা প্রশাসক ও সিলেটে বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর সাথে বৈঠক করে ইইউ’র প্রতিনিধি দলটি। বৈঠকে প্রতিনিধি দলের কাছে দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন ঘিরে বিএনপিসহ বিরোধী দলগুলোর উপর সরকারের যে নির্মম অত্যাচার দমনপীড়নের বিষয়ে তুলে ধরেন তারা।

তবে দুটি বৈঠকেই প্রতিনিধিদল তাদের কোন মতামত ব্যক্ত করেননি।