পদ্মাসেতুর উদ্বোধনে দোয়ারায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের দোয়ারাবাজার উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে বানভাসি দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুন) বিকাল ২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক হাজার বানভাসি দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- ছাতক দোয়ারাবাজার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সরমা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হালিম বীরপ্রতীক, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. শফর আলী, আওয়ামী লীগ নেতা বরুণ চন্দ্র দাস, আব্দুল হান্নান, মো. আলাউদ্দীন, আব্দুল হামিদ, আব্দুল হাই বিলাত, বশির উদ্দিন, আব্দুল হান্নান, অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিক উদ্দিন, যুবলীগ নেতা আবুল মিয়া, কামরুজ্জামান রুবেল, বজলুল মামুন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. তাজির উদ্দিন, মো. শাহজালাল, ছাত্রলীগ নেতা শেখ সুমন প্রমুখ।

বিতরণ কার্যক্রমের শুরুতে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দোয়া করা হয়।