কাতার বিশ্বকাপে শুরুটা সুন্দর হলেও শেষটা রাঙাতে পারলো না এশিয়ান দল দক্ষিণ কোরিয়া। সোমবার (৫ ডিসেম্বর) রাতে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। দলের এমন অসহায় আত্মসমর্পণের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দলটির প্রধান কোচ পাওলো বেন্টো।
সংবাদ সম্মেলনে পাওলো বেন্টো বলেন, এখন আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। কেননা এটি দক্ষিণ কোরিয়া জাতীয় দলের সাথে যাচ্ছে না। আমি সবেমাত্র খেলোয়াড়দের এবং দক্ষিণ কোরিয়ার ফেডারেশনের সভাপতির কাছে বিষয়টি জানিয়েছি।
তিনি বলেন, ছেলেরা যা করেছে তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। চার বছরেরও বেশি সময় ধরে তাদের ম্যানেজার হিসেবে থাকতে পেরে আমি গর্বিত। এখন আমি বিশ্রামে যাচ্ছি এবং দেখি পরবর্তীতে কী হয়।
দক্ষিণ কোরিয়া টেনেটুনে শেষ ষোলো নিশ্চিত করলেও গ্রুপপর্বে দারুণ ফুটবল শৈলী প্রদর্শন করেছে এশিয়ার দলটি। প্রত্যাশা কম ছিল না সমর্থকদের। তবে শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধে দাঁড়াতেই পারেনি পাওলো বেন্টোর দল। হজম করতে হয়েছে ৪ গোল। এই পর্যায়ে ম্যাচ থেকে ছিটকে যায় বেন্টোর দল।