৪ দফা দাবি দ্রুত পুরণ করার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীরা আজও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। বুধবার (১৪ আগস্ট) সকাল থেকেই সিলেটের টিলাগড় এলাকায় অবস্থিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এ-সময় তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে তারা দুর্নীতি ও স্বৈরাচারের অভিযোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. জামাল উদ্দিন ভূঞার পদত্যাগসহ ৪ দফা দাবি আবারও পেশ করেন। এসময় তারা বলেন, দাবিগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূরণ করতে হবে, অন্যতায় যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনার জন্য বিশ্বাবিদ্যালয় প্রশাসন দায়ি থাকবে বলেও এসময় তারা হুশিয়ারি দেন।
শিক্ষার্থীদের দাবিসমূহের মধ্যে আছে, ক্যাম্পাসে লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা, অনতিবিলম্বে ক্যাম্পাসের সব কার্যক্রম চালু করা, আবাসিক হলসমূহ খুলে দেওয়া, দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ চালু করা, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের লেজুড়ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, শুধু বৈধ ছাত্রদের হলে সিট প্রদানের ব্যবস্থা করা এবং অছাত্রদের দ্রুত নোটিশের মাধ্যমে হল ত্যাগের নির্দেশ দেওয়া ইত্যাদি।
এর আগে রোববার (১১ আগস্ট) ভিসির পদত্যাগের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এর পরেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ না করায় সোমবার ( ১২ আগস্ট) ক্যাম্পাসে বিক্ষুব্ধ ছাত্ররা তার কুশপুত্তলিকা দাহ করে।
এদিকে, সরকার পতনের পর গত ৬ আগস্ট উপাচার্য জামাল উদ্দিন ভূঞা শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে ১০ দিনের ছুটি নিলে ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. সিদ্দিকুল ইসলাম ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেন। ছুটি নেওয়ার পর গত বুধবার মধ্যরাতে উপাচার্য জামাল উদ্দিন ভূঞা জনরোষে পড়ে ‘পালিয়েছেন’ বলেও ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে।
এসব ব্যাপারে উপাচার্য জামাল উদ্দিন ভূঞার মোটোফোনে বারবার কল দিলেও তার সাড়া পাওয়া যায়নি।