বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে মহালয়া অনুষ্ঠানে মন্দিরগামী ভক্ত পুণ্যার্থীদের নৌকাডুবির ঘটনায় নিহতদের স্মরণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা অক্টোবর) সন্ধ্যা সাতটায় মির্জাজাঙ্গাল নিম্বার্ক আশ্রম প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর পূজা উদযাপন পরিষদ সিলেটের সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তর পরিচালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিলেট জেলা সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা পরিষদ মহানগর সহ সভাপতি মলয় পুরকায়স্থ, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, যুব ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি ধনঞ্জয় দাস ধনু, ছাত্র ঐক্য পরিষদ আহ্বায়ক রকি দেব, পূজা পরিষদ কোতোয়ালি থানা শাখার সভাপতি এডভোকেট অরবিন্দ দাশ গুপ্ত বিভু, শাহপরান থানা শাখা সভাপতি বীরেশ দেবনাথ, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক স্বপন পাল, শ্যামল চৌধুরী, বিধান পাল, হীরক দাস, যুব ঐক্য পরিষদের নন্দন দাস, অমর চন্দ্র দাস, রক্তিম রায়, সৌরভ তরফদার, মৃত্যুঞ্জয় দে, সৈকত চৌধুরী প্রমুখ।
প্রার্থনা সভায় নিহত সকলের আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে নিহত সকলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
প্রার্থনা শেষে নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজায় পূজারী বৃন্দকে সর্বোচ্চ সতর্ক থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পূজা উদযাপন করার অনুরোধ জানান।